'লাইগার' ছবির নায়ক বিজয় দেবেরাকোন্ডা খাদ্যরসিক
খাবার পেলেই তাঁর মুখের হাসি বদলে যায়।
তাঁর প্রিয় খাবারের তালিকায় বিরিয়ানি মাস্ট।
ঘুরতে গেলে খাবার চাই-ই চাই
খাবার খেলেও ফিটনেসের কথা মাথাতেও রাখেন।
প্রিয় খাবারের তালিকায় রেয়েছে ম্যাক্সিকান খাবারও।