বিদেশে সুরেশ রায়নার নতুন ইনিংস। খুললেন ঝাঁ চকচকে রেস্তরাঁ
ইউরোপের কেন্দ্র আমস্টরডামে এই রেস্তরাঁ খুলেছেন রায়না
ভারতের বিভিন্ন অংশের খাবার পাওয়া যাবে রায়নার রেস্তরাঁয়
রেস্তরাঁর নাম RAINA। যাতে চোখ পড়ামাত্রই মানুষ বুঝে যান এটাই ক্রিকেটারের রেস্তরাঁ
রেস্তরাঁর রান্নাঘরে গিয়ে শেফদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন রায়না
পরের বার আমস্টারডাম গেলে রায়নার রেস্তরাঁয় ঢুঁ মারবেন। কথা দিয়েছেন বিরাট কোহলি
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সুরেশ রায়না
পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নতুন ব্যবসায় মনোনিবেশ করলেন তিনি