স্বস্তিকা মানেই আলাদা কিছু। তা সে অভিনয়ই হোক আর ফ্যাশন। তিনি সব সময় নিজের একটা ছাপ রেখে দেন।

সদ্য তিনি নবরূপে দিয়েছেন দেখা।

যেখানে পুরুষ প্রধান পোশাকই এবার হয়ে উঠেছে তাঁর নিজস্ব স্টাইল।

সাদা ধুতির সঙ্গে কালো কুর্তা, গলায় জাঙ্ক জুয়েরালি এই হল তাঁর নতুন সাজ।

আর পায়ে অবশ্যই বাঙালি অতি প্রিয় কোলাপুরী চটি।

এবার পুজোয় আপনিও সাজতে পারেন স্বস্তিকার মতো। এ সাজ যেন সেই ইঙ্গিত দিচ্ছে।

সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শ্রীমতী’। ছকভাঙা চরিত্রে তিনি সেখানে।