কথা না শোনা, রেগে যাওয়া, একটানা চিত্কার করে যাওয়া, কথার মাঝে খেই হারিয়ে যাওয়া দেখলে বুঝবেন আপনার শিশু উদ্বেগে ভুগছে
নিজের পছন্দের খাবার মুখের সামনে দিলেও যদি না খায়, তাহলে তার সঙ্গে কথা বলুন। খাওয়া কমিয়ে দেওয়া, খাওয়ার প্রতি অরুচি থাকলে বুঝবেন মানসিক সমস্যা তৈরি হয়েছে
স্কুলের যে কোনও কাজেই অমনোযোগী হচ্ছে আপনার বাচ্চা! পরীক্ষায়, সাপ্তাহিক টেস্টে কিংবা খেলাধুলোতেও মন না দিলে শিশুর সঙ্গে কথা বলুন।
রাতের বেলায় ঘুমতে ঘুমতে আঁতকে উঠে তারস্বরে কাঁদলে বুঝবেন কিছু সমস্যা হয়েছে। স্কুলে কিংবা খেলার সময় কোনও কিছু নিয়ে ভয় পেয়ে রয়েছে।
ছোট্ট শিশুদের জন্য স্বাভাবিক ঘটনা। কিন্তু ৫-৮ বছরে শিশুরা যদি রাতের বেলায় ঘুমের ঘোরে বিছানায় বাথরুম করে, তাহলে বুঝবেন এর পিছনে কোনও কারণ রয়েছে।