সানি দেওলের সঙ্গে পাঁচ বছর আগে কথা বলেও চন্দ্রপ্রকাশ 'পৃথ্বীরাজ' চরিত্রের জন্য অক্ষয় কুমারকে নিলেন। কারণ প্রযোজকরা 'সেলেবল' নায়ক চেয়েছিলেন ছবির জন্য।

কাল হো না হো ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন করিনা কাপুর খান। কিন্তু নবাগত হিসেবে তিনি বেশি পারিশ্রমিক চাওয়ায় করণ জোহর তাঁর জায়গায় প্রীতি জিন্টাকে নেন।

কার্তিক আরিয়ানকে দোস্তানা ২ ছবির থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রচুর আলোড়ন পড়ে যায়। শোনা যায় তাঁর অযৌক্তিক দাবির জন্যই নাকি এমন করা হয়েছে। আবার অনেকে বলেন করণ জোহরের লবির নন, তাই সরতে হয়েছে। সত্য়িটা তাঁরা জানেন।

পতি পত্নি অর ও ছবি থেকে তাপসী পান্নুকে বাদ দেওয়া হয়. সেই  নিয়ে মুখ খুললে প্রযোজকরা ক্ষমা চান, কিন্তু কেন সরালেন তা বলেন নি। শোনা যায়, ভূমি পেডনেককে তাঁর জায়গায় নেওয়ার যুক্তি তিনি দর্শকদের অনেক কাছের।

কবীর সিং প্রথমে করার কথা ছিল অর্জুন কাপুরের। কিন্তু পরে প্রযোজক-পরিচালকের মনে হয়েছিল শাহিদ কাপুর অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছতে পারবেন। আর সেটা প্রমাণিত।