ফ্যাশানিস্তা বলেই পরিচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া

সম্প্রতি সুকৃতি গ্রোভারের স্টাইলিংয়ে একটি গাউন পরেছিলেন তিনি

গাউনটির দাম শুনলে চমকে যাবেন, ওই দামে চলে আসবে আস্ত একটি চার চাকা

তাঁর ওই পোশাকের দাম ৫ হাজার ৬৪২ ডলার।

ভারতীয় মুদ্রায় যা হল ৪ লক্ষ ১৫ হাজার ৮৫৭ টাকা, ওই টাকায় চলে আসবে একটি মারুতি অল্টো গাড়ি