গরমকাল মানেই ট্যানের সমস্যায় ভুগতে হবে। ঘরোয়া উপায়েই অবশ্য মিলবে সমাধান। হাত-পায়ের ট্যান তুলতে হলুদ গুঁড়ো খুবই উপকারি।
ট্যান রিমুভাল হিসেবে টোম্যাটোর কোনও তুলনাই নেই। যে জায়গায় ট্যান পড়েছে সেখানে টোম্যাটোর রস লাগালেই উপকার পাবেন আপনি।
ট্যান তুলতে টক দই ভীষণভাবে কাজে লাগে।
ত্বকের পরিচর্যার পাশাপাশি ট্যান তোলার জন্য খুবই উপকারি উপাদান লেবুর রস।
যে জায়গায় ট্যান পড়েছে সেখানে আলুর টুকরো কেটে ঘষে নিন। উপকার পাবেন।