লাইটেনিং ট্যাটু। এই ধরনের ট্যাটু আগে কখনও দেখে যায়নি। ব্ল্যাক লাইটেনিং বা ট্র্যাডিশনাল বোল্ট ট্যাটু বেশ ট্রেন্ডি।

মডার্ন ট্রাইবাল। ফের ট্যাটুর দুনিয়ায় চমক দিচ্ছে এই ট্রাইবাল ট্যাটু। তবে আরও বেশি অ্যাবস্ট্রাক্ট নিয়ে।

ট্রাম্প স্ট্যাম্প। প্রজাপতি বা ট্রাইবাল, এইধরনের নকসাই বেশি ট্যাটু করান এখানে।

সাইকেডিলিক ট্যাটু। নিওন রঙ, বোল্ড ইমেজারি ও সাইকেডেলিক ভাইবস।

ফাইন আর্ট ও পপ কালচারের সংমিশ্রণ। মাইক্রো ট্যাটুয়িং করার জন্য এই ধরনের ট্যাটু হল বেস্ট।

হোলোগ্রাফিক ট্যাটু। বেশ কয়েক বছর ধরেই এই ট্যাটুর জনপ্রিয়তা তৈরি হয়েছে।

কালার হ্যান্ডপোকড ট্যাটু। স্টাইল ও নয়া টেকনিক গ্রহণ করতে হলে এই ট্যাটু হল বেশ ট্রেন্ডি।