উইন্ডো AC নাকি স্প্লিট AC, কোনটায় কমবে ইলেকট্রিক বিল?
TV9 Bangla
Credit - Canva
গরম পড়তেই নতুন এসি কেনার প্ল্যান করছেন? তা হলে একটু জেনে নেওয়া প্রয়োজন, কোন এসি কিনলে ইলেকট্রিক বিলে খানিকটা হলেও সাশ্রয় হবে।
এসির হাওয়া খেতে কার না ভালো লাগে! কিন্তু মাসের শেষে ইলেকট্রিক বিল দেখলে পকেটে আগুন লাগার জোগাড় হয়।
যদি কেউ নিজের বাড়ির জন্য নতুন ১.৫ টনের এসি কিনতে চান, তা হলে তাঁর জানা উচিত ১.৫ টনের উইন্ডো নাকি স্প্লিট এসি কোনটিতে বিদ্যুৎ খরচ কম হবে।
এসি চালালে ইলেকট্রিক বিল অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন এসি ইনভার্টার নাকি নন-ইভার্টার। এবং কয়টি স্টার রেটিং রয়েছে (৩ নাকি ৫)।
অ্যামাজনে বিক্রি হওয়া ভোল্টাস কোম্পানির ১.৫ টনের ৩ স্টার উইন্ডো এসিতে এক বছরে ১১৮৫.৯৩ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
অ্যামাজনে বিক্রি হওয়া ভোল্টাসের ১.৫ টন ৩ স্টার স্প্লিট এসিতে এক বছরে ৯৭৫.২৬ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
কোন এসি কতটা বিদ্যুৎ খরচ করে তার তথ্য হিসেব করা হয়, বছরে ১৬০০ ঘণ্টা পরীক্ষার মাধ্যমে। ৩ স্টার এসির জায়গায় একটি ৫ স্টার এসির বিদ্যুৎ খরচ কম হয়।
সারাদিন-সারারাত এসি চালালে ইলেকট্রিক বিল যে বেশি আসবে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে যে এসিই কিনুন না কেন, তা চালানোর ক্ষেত্রে একটু হিসেবি হলে পকেটে টান পড়বে না।