29 December 2023

বিশ্বে 5G ইন্টারনেট স্পিডে প্রথম দশে ভারত

credit: Instagram

TV9 Bangla

চলতি বছরের শুরুতেই Airtel এবং Reliance Jio দেশের বিভিন্ন প্রান্তে তাদের 5G ইন্টারনেট চালু করেছে। তবে কোনও সংস্থাই এখন সে ভাবে 5G ডেটা প্যাক আনতে পারেনি। 4G প্যাকেই মিলছে 5G ডেটা, যার দুরন্ত গতি।

চলতি বছরের শুরুতেই Airtel এবং Reliance Jio দেশের বিভিন্ন প্রান্তে তাদের 5G ইন্টারনেট চালু করেছে। তবে কোনও সংস্থাই এখন সে ভাবে 5G ডেটা প্যাক আনতে পারেনি। 4G প্যাকেই মিলছে 5G ডেটা, যার দুরন্ত গতি।

এখন প্রশ্ন হচ্ছে, কতটা ইন্টারনেট স্পিড পাওয়া যাচ্ছে? আর সেই ডেটা স্পিডের নিরিখে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের স্থান কোথায়?

গ্লোবাল কানেক্টিভিটি অ্যানালিসিস প্ল্যাটফর্ম Ookla বিশ্বের বিভিন্ন দেশের 5G পারফরম্যান্স নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। 5G ডাউনলোড স্পিডে কোন দেশ কত নম্বরে আছে, তার একটি তালিকা প্রকাশ করেছে তারা।

সেই রিপোর্টেই ভারতের জন্য একটি সুখবর এসেছে। উকলা রিপোর্ট অনুযায়ী, 5G পরিষেবায় বিশেষ করে ডাউনলোডের নিরিখে প্রথম দশে জায়গা করে নিয়েছে ভারত।

ভারতের 5G ডাউনলোড স্পিড গড়ে 312.26 Mbps। স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে আমাদের দেশ 72 ধাপ এগিয়েছে। 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের অগস্টের মধ্যেই এই জায়গায় পৌঁছে গিয়েছে ভারত।

5G ইন্টারনেট স্পিডে প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের ডেটা স্পিড যথাক্রমে 592.01 Mbps এবং 507.59 Mbps।

5G ইন্টারনেট স্পিডে প্রথম দশের তালিকায় আরও যে সব দেশগুলি রয়েছে, সেগুলি হল বুলগেরিয়া, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, কুয়েত এবং নিউ জ়িল্যান্ড।

মজাদার বিষয়টি হল এই প্রথম দশটি দেশের মধ্যে ছয়টিই এশিয়া মহাদেশের। এদিকে জিও ও এয়ারটেল চলতি বছর শেষ হতেই দেশের সর্বত্র 5G ইন্টারনেট চালু করবে বলে জানা গিয়েছে।