120 June, 2025

ঘণ্টার পর ঘণ্টা AC চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? দেখুন তো এই সমস্যা কিনা... 

TV9 Bangla

Credit -  Pixabay

ভ্যাপসা গরমে অনেকেই ঘরে ঢুকে প্রথম কাজটাই থাকে এসি চালানো। রাতে এসি না চললে গরমে ঘুমাতে পারেন না অনেকে।

তবে এখন অনেকেই এক সমস্যায় পড়েছেন। এসি চলছে, কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না। এসি থেকে শুধু ফ্যানের মতো হাওয়া বের হচ্ছে।

এই সমস্যায় কি আপনিও পড়েছেন? তবে এসি চালানোর সময় একটা ভুলেই এই সমস্যা হচ্ছে।

যদি ঘরের তাপমাত্রা ও এসির তাপমাত্রা একই থাকে, তাহলে এসির কম্প্রেসার চালু হয় না। ধরা যাক, ঘরের তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি, যদি এসির তাপমাত্রাও ২৫ ডিগ্রি হয়, তাহলে ঘর ঠান্ডা হবে না।

এসি চললেও ঘর ঠান্ডা না হওয়ার অন্যতম একটি কারণ হল এসির গ্যাস লিক। এতে এসির ইন্ডোর ইউনিটে বরফ জমতে শুরু করে, ঘরঘর করে অদ্ভুত শব্দ হয়।

বিশেষ করে পুরনো এসিতে এই ধরনের সমস্যা হয়।  এর জন্য এসির গ্যাস ভরলেই সমস্যা মিটে যায়।

এছাড়া এসির ডাস্ট ফিল্টারে নোংরা জমলেও ঠান্ডা কমে যায়। থার্মোস্ট্যাট কাজ না করলেও ঘর ঠান্ডা হয় না।

এসির ধারণ ক্ষমতা অর্থাৎ কত টনের এসি, তা ঘরের আকারের উপরে নির্ভর করে। যদি ঘরের আকার বড় হয়, তাহলে এসিতে ঘর ঠান্ডা হয় না।