31 January 2024
পুরনো ফোন এক্সচেঞ্জে করে নতুন ফোন কিনছেন?
credit: istock
TV9 Bangla
একটি নতুন ফোন কেনার আশায়, অনেকে দ্রুত তাদের পুরনো ফোন বিক্রি করে এবং একটি নতুন ফোন কিনে নেয়।
আপনিও যদি এমনটি করেন তাহলে সতর্ক হতে হবে। পুরনো ফোন বেচে দেওয়ার আগে এসব বিষয়ে নজর রাখা খুব দরকার।
প্রথমে ফোনের মাইক্রো এসডি কার্ড সরান। ফোনের জায়গা বাড়ানোর জন্য, অনেকে এসডি কার্ডও ইনস্টল করেন।
ফোন বিক্রির সময় লোকজন এসবে মনোযোগ না দিয়ে কার্ডসহ ফোন বিক্রি করে। ফলে আপনার ডেটা অন্য ব্যক্তির কাছে চলে যায়।
ফোন বিক্রি করার সময় অবশ্যই মাইক্রো এসডি কার্ডটি সরিয়ে ফেলুন। এখানেই শেষ নয়, মেনে চলতে হবে আরও অনেক কিছু।
ফোনটি বিক্রি করার আগে, এর সার্চ হিস্ট্রি মুছে ফেলতে ভুলবেন না। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার হিস্ট্রি, কল লগ হিস্ট্রি মুছে ফেলা উচিত।
ফোনে থাকা প্রতিটি অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। ফোন ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই জিমেইল, ফেসবুক, টুইটার, প্লেস্টোর এবং অনেক অ্যাপে লগইন করেছিলেন।
ফোন বিক্রি করার সময় আপনাকে অবশ্যই সব ধরনের অ্যাকাউন্ট লগআউট করতে হবে। নাহলে আপনার সব তথ্য অন্য কেউ পেয়ে যাবে।
আরও পড়ুন