20 January 2024

এসব ভুতুড়ে গেম থেকে দূরেই রাখুন নিজেকে

credit: istock

TV9 Bangla

ভূতের সিনেমা, ওয়েব সিরিজ় এসব দেখতে ভালবাসেন। তাহলে রাতে ঘুমোনোর সময় কয়েকটি গেম খেলতে পারেন।

আর যদি ভূতে অত্যন্ত ভয় থাকে। তাহলে এই সব গেম এড়িয়ে চলাই উচিত। আর রোমাঞ্চ ভাল লাগলে এই ক'টি গেম ট্রাই করে দেখতে পারেন।

অ্যামনেসিয়া : দ্য ডার্ক ডিসেন্ট এতে যে সব ছবি ও গ্রাফিক্স ব্যবহার করা হয়, তা দেখে আপনি ভয়ঙ্কর অস্বস্তিতে পড়তে পারেন। গেমের বিষয় দেখেও আপনি ভয় পাবেন।

সাইলেন্ট হিল 2 এটি একটি মনস্তাত্ত্বিক হরর গেম। যেখানে বিভিন্ন ভয়াবহ ক্রিয়েচারকে রয়েছে। এই গেমটিও ভীষণ ভয়াবহ। 

ডেড বাই ডেলাইট এই গেমে একাধিক প্লেয়ার খেলতে পারবেন। কারণ এটি একটি মাল্টি-প্লেয়ার হরর গেম। এই গেম খেলার সময় আপনি ভয়ে এবং আতঙ্কে থাকতে পারেন।

দ্য মিডনাইট গেম এটি খেলার সময় প্লেয়ারদের মধ্যে কেউ কেউ মানসিক অস্বস্তিতে পড়তে পারেন, ভয় বাড়িয়ে তুলতে পারে।

ড্রাই বোন গেমে যত এগোবেন ততই বাড়বে ভয়ের পরিবেশ। অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ ভাল লাগলে এই গেম খেলে দেখতে পারেন। 

দ্য লাস্ট অফ আস এই গেমে জম্বির মতো ক্রিয়েচার রয়েছে। তাদের নিয়েই গোটা গেম যা খেললে আপনার মানসিক শান্তির অবনতি হতে পারে।