20 July, 2025

চিকেন রোলের থেকেও সস্তায় BSNL-র রিচার্জ প্ল্যান, মাত্র ৫৮ টাকাতে যা যা পাবেন...

Credit - Getty Image

TV9 Bangla

ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্য্ত সারাদিন মোবাইল ঘেঁটে চলি আমরা। এর জন্য খরচ হয় প্রচুর ইন্টারনেট।

তবে টেলিকম সংস্থাগুলি যে হারে রিচার্জের দাম বাড়িয়েছে, তাতে সমস্যায় পড়েছেন অনেকে।

গ্রাহকদের কথা মাথায় রেখে দেশের রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল একাধিক সস্তা প্ল্যান এনেছে।

এমনই একটি সস্তা প্ল্যান হল ৫৮ টাকার প্ল্যান। এতে মিলবে অফুরান ইন্টারনেট।

বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৭ দিনের।

তবে  এটি শুধুই আনলিমিটেড ডেটা প্ল্যান, এতে কলিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন।

২ জিবি ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।