4 March 2024
ফেসবুক মেসেঞ্জারে এই মেসেজ পেয়েছেন?
credit: istock
TV9 Bangla
এক প্রকার ফিশিং স্ক্যাম চালানো হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। আর তা খুলে ফেললেই নেমে আসবে বিপদ।
কী লেখা থাকছে সেই মেসেজে? আপনার ফোনে পেয়েছেন নাকি এমন কোনও মেসেজ?
মেসেজটায় লেখা হচ্ছে, “লুক হোয়াট আই ফাউন্ড”। অর্থাৎ “দেখ আমি কী পেয়েছি”।
বিশেষজ্ঞরা বলছেন, মেসেজটি সামান্য হলে কী হবে, ইউজারদের বড়সড় ক্ষতি হতে পারে।
মেসেঞ্জারে “লুক হোয়াট আই ফাউন্ড” টেক্সট মেসেজের সঙ্গে পাঠানো হচ্ছে গুচ্ছের ইমোজিও।
লিঙ্কে ক্লিক করলে ইউজারদের নিয়ে যাওয়া হচ্ছে একটি ওয়েবপেজে। সেই ওয়েবপেজে লগইন করলেই হ্যাক হবে আপনার ফেসবুক।
তবে এই স্ক্যাম আজকের নয়, অনেক দিনের পুরনো। জালিয়াতরা নতুন ভাবে আপনার কাছে তা হাজির করছে।
তাই, সতর্ক থাকুন, সজাগ হন। এই ধরনের কোনও ফাঁদে পা দিয়ে প্রলুব্ধ হতে যাবেন না।
আরও পড়ুন