12 January 2024

ফোনে ভুলেও ডায়াল করবেন না '*401#'

credit: istock

TV9 Bangla

2024-এর গোড়া থেকেই দেশে ‘Dial 401’ নামক একটি নতুন স্ক্যাম মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনিও কি সেই ভুল করে ফেলেছেন?

এই সামান্য ফোন নম্বর ডায়ালই হতে পারে বড় বিপদের কারণ! ব্যাপারটা সরাসরি এড়ানোর উপায় না থাকলেও সাবধান হতে হবে।

রিপোর্ট অনুযায়ী, নতুন ডায়াল 401 কেলেঙ্কারিতে সাইবার স্ক্যামাররা সাধারণ মানুষকে কল করে তাদের 401 ডায়াল করতে বলে।

এই নম্বর দিয়ে প্রতারকরা মোবাইল ইউজারদের তাদের একটি নম্বরও ডায়াল করতে বলে। তারা যেভাবে কথা বলে তা শুনে মনে হয় কোনও কোম্পানি কল করেছে।

একবার কেউ বিশ্বাস করে তাদের কথা মতো নির্দিষ্ট নম্বর ডায়াল করলেই কলগুলি প্রতারকের নম্বরে ফরোয়ার্ড হয়ে যায়।

এদিকে তারা ইউজারের নামে নতুন সিম নিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের দখলে নেয়। কিন্তু ভুল করে কল ফরোয়ার্ড হলে কী করা উচিত?

যদি এমন কিছু হয়, তাহলে ফোনের কলিং অ্যাপ খুলুন এবং সেটিংসে যান। সেটিংসে গিয়ে কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করুন।

এখানে আপনি কল ফরওয়ার্ড হচ্ছে কি না তা দেখতে পাবেন। যদি অপশনটি চালু থাকলে তা বন্ধ করে দিতে পারবেন।