24 JAN 2025
হোটেল রুমে ঘনিষ্ঠ হওয়ার আগে এই ৪ কাজ অবশ্যই করুন, নাহলেই সর্বনাশ
credit:Meta AI
TV9 Bangla
যত বেশি আয়, তত বেশি আয়কর। সারা বিশ্বের সরকারি রাজস্বের একটা বড় উৎস হল এই আয়কর। অথচ খুশি মনে আয়কর দিতে চান না কোনও ব্যাক্তিই।
ঘুরতে গেলে থাকতে হয় হোটেল রুমেই। অনেকে একান্ত সময় কাটাতেও হোটেলে যান।
তবে সাবধান। এখন হোটেলে ওৎ পেতে থাকে বিপদ। একটা ভুল করলেই হয়ে যেতে পারে সর্বনাশ।
অনেক সময়ই হোটেল রুমে লুকোনো থাকে ক্যামেরা। এই ক্যামেরা রেকর্ড করে নিতে পারে আপনার সবকিছু।
তাই হোটেলে ঢুকেই প্রথমে আগে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চেক করুন। লুকোনো ক্যামেরা থাকলে তার লেন্সে ফ্ল্যাশলাইট রিফ্লেট করবে।
গোপন ক্যামেরায় ইনফ্রারেড লাইট থাকে। রুমের লাইট নিভিয়ে যদি আয়না বা অন্য কোথাও হালকা লাল আলো দেখতে পান, তবে বুঝবেন ক্যামেরা আছে।
বিভিন্ন অ্যাপও এখন পাওয়া যায় যা গোপন ক্যামেরা ডিটেক্ট করতে পারে। এই অ্যাপও ব্যবহার করতে পারেন।
গোপন ক্যামেরার জন্য ওয়াইফাই নেটওয়ার্কের প্রয়োজন হয়। তাই মোবাইলে ওয়াইফাই অন করে দেখুন অ্যাভেলেবল ডিভাইসে সন্দেহজনক কোনও নাম আসছে কি না।
স্মার্টফোনের ব্লুটুথ অন করে স্ক্যান করলেও গোপন ক্যামেরার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুন