এই 10 দেশে আলোর থেকেও দ্রুত ছোটে ইন্টারনেট!

10 September 2023

বিশ্বের এমন কিছু দেশ রয়েছে, যেখানে মোবাইল ইন্টারনেট স্পিড সম্পর্কে জানলে চমকে যেতে হয়! প্রথম স্থানেই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, যেখানে ইন্টারনেটের স্পিড 238.06 Mbps।

দ্বিতীয় স্থানে যে দেশটি রয়েছে, সেখানে জন্ম নিয়েছে একাধিক প্রযুক্তি সংস্থা। সেই দেশের নাম দক্ষিণ কোরিয়া, যাদের মোবাইল ইন্টারনেট স্পিড 202.61 Mbps।

মোবাইল ইন্টারনেট স্পিডে প্রথম তিনটি দেশের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে নরওয়ে। এখানে ইন্টারনেটের স্পিড 177.72 Mbps। কখনও তার বেশিও ছাপিয়ে যায়।

তালিকায় যে দেশটি চার নম্বর স্থানে রয়েছে, সেখানে গত বছর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেল। ঠিক ধরেছেন, সেই দেশের নাম কাতার। সেখানে মোবাইল ইন্টারনেটের স্পিড 172.18 Mbps।

সর্বাধিক মোবাইল ইন্টারনেট স্পিডের দেশগুলির মধ্যে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে চিন। অন্যান্য আরও বিষয়ে শি জ়িনপিংয়ের দেশটি এগিয়ে থাকলেও ইন্টারনেট স্পিডে তারা পাঁচে, সেখানে 165.38 Mbps স্পিড পাওয়া যায়।

তালিকায় ছয় নম্বরে রয়েছে কুয়েত। হ্যাঁ, এখনও এই তালিকায় ভারতের দেখা না মিললেও কুয়েত চলে এসেছে ষষ্ঠ স্থানে। সেখানে মোবাইল ইন্টারনেটের স্পিড 157.18 Mbps।

মধ্যপ্রাচ্যের দেশগুলির মানুষজন এক্কেবারে ঝড়ের গতির ইন্টারনেট স্পিড উপভোগ করেন। তালিকায় সপ্তম স্থানে যে দেশটি রয়েছে তার নাম সৌদি আরব। এখানে 155.97 Mbps মোবাইল ইন্টারনেট স্পিড পাওয়া যায়।

আট নম্বর দেশে চলে এসেছি আমরা। কিন্তু এখনও ভারতের দেখা মেলেনি। সর্বাধিক ইন্টারনেট স্পিডের নিরিখে আট নম্বর স্থানে রয়েছে সাইপ্রাস, যেখানে 144.64 Mbps স্পিডে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারেন মানুষজন।

নবম স্থানে রয়েছে বুলগেরিয়া, সেখানে ইন্টারনেট স্পিড 142.27 Mbps। অন্য দিকে দশ নম্বর জায়গায় রয়েছে সুইৎজ়ারল্যান্ড, যেখানে 135.70 Mbps স্পিডে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায়।

এই তালিকায় অনেকটাই পিছনে রয়েছে ভারত। 2023 সালের এপ্রিলে উকলার রিপোর্ট অনুযায়ী, ভারত 59তম স্থান থেকে এগিয়ে 56তম স্থানে এসেছে। যদিও এই স্পিড ডাউনলোডের।