30 January 2024
ফোন খুব ধীরে কাজ করছে?
credit: istock
TV9 Bangla
সত্যিই কি এমন কোনও লক্ষণ আছে, যার দ্বারা মানুষ বুঝতে পারবেন যে, তাঁদের ফোন হ্যাক করা হচ্ছে? একটা নয়, অন্তত এমন অনেক লক্ষণ রয়েছে।
আর সেই সব লক্ষণ দ্বারাই বোঝা যাবে, আপনার ফোন হ্যাক করা হয়েছে বা তাতে স্পাইওয়্যার রয়েছে, যার দ্বারা সরকার বা অন্য কেউ আড়ি পাতছে।
আপনি যদি ঘনঘন ফোন চার্জ করেন, তারপরেও দেখেন ব্যাটারি আগের থেকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তাতে ম্যালওয়্যার বা ভুয়ো অ্যাপস রয়েছে।
মুহূর্তে ফোন গরম হয়ে গেলেও সতর্ক হোন। গেম খেলা, সিনেমা দেখা, অনেকক্ষণ ফোন ঘাঁটা ইত্যাদির সবই ফোন গরম হওয়ার মূল কারণ।
কিন্তু কিছু না করেও যদি ফোন গরম হয়ে যায়, তাহলে বুঝতে হবে অন্য কোনও কারণ রয়েছে। হতে পারে হ্যাকাররা আপনার ফোন নিয়ন্ত্রণ করছে।
হুট করে আপনার স্মার্টফোন স্লো হয়ে গিয়েছে। যে অ্যাপই খুলতে যাচ্ছেন, তা যেন কেমন আটকে যাচ্ছে। আপনার ব্যাটারিও কমে যাচ্ছে?
এসব ফোনে ঘটলে, বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে কোনও ম্যালওয়্যার চালু আছে। কিংবা ব্যাকগ্রাউন্ডে কোনও প্রসেস চলছে এবং তা খুব সম্ভবত কোনও ম্যালওয়্যার।
যদি এমন কোনও অ্যাপ দেখেন, যা আপনি ডাউনলোড করেন না। তবে তা দেখার সঙ্গে সঙ্গেই আনইনস্টল করে দিন।
আরও পড়ুন