3 March 2024
একটুতেই গরম হচ্ছে ল্যাপটপ?
credit: istock
TV9 Bangla
ল্যাপটপে একটু কাজ করতে না করতেই তা গরম হয়ে যায়। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
চার্জে বসিয়ে ল্যাপটপে কাজ করবেন না। চার্জ শেষ হওয়ার আগে ইন্ডিকেটর পেলে চার্জে বসান।
অথবা একটু খেয়াল রাখবেন যে ব্যাটারিতে চার্জ কতটা কমে গিয়েছে। একান্ত প্রয়োজন না থাকলে ল্যাপটপ চার্জে বসিয়ে কাজ করবেন না।
চেষ্টা করবেন টেবিল বা শক্ত কোনও জায়গায় ল্যাপটপ রেখে কাজ করতে। বিছানায় বসে বালিশের উপর ল্যাপটপ রেখে কাজ করলে সমস্যা আরও বাড়বে।
ল্যাপটপ ঠাণ্ডা রাখার জন্য একটা কুলিং প্যাড কিনে নিন। তার উপর ল্যাপটপ বসিয়ে কাজ করুন।
মাঝে মাঝে ল্যাপটপ খুলে ভিতরটা পরিষ্কার করতে পারলে ভাল। তবে এ ব্যাপারে দক্ষ লোক না থাকলে করার প্রয়োজন নেই।
ল্যাপটপ একটানা চালাবেন না। এক নাগাড়ে কাজ করার পরিবর্তে মাঝে মাঝে একটু বিরতি নিয়ে কাজ করুন।
এতে ল্যাপটপটিও কিছুক্ষনের জন্য বন্ধ থাকবে। দেখবেন আগের মতো গরম হচ্ছে না।
আরও পড়ুন