24 November 2023
শেষ হয়ে গেলেই বাড়তি ডেটা দেবে Jio
দেশের অন্যতম টেলিকম অপারেটর Jio-তে অনেক ধরনের সস্তা এবং ব্যয়বহুল প্ল্যান রয়েছে। Jio ফোন এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে।
আপনি যদি ইতিমধ্যে একটি রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন এবং ডেটা শেষ হয়ে যায়, তাহলে আপনি আলাদা করে একটি ডেটা ভাউচার কিনতে পারেন।
ডেটা ভাউচারে আপনি শুধুমাত্র ডেটা পাবেন, যার কোনও বৈধতা নেই। তাই দিনের সীমিত ডেটা শেষ হয়ে গেলে রিচার্জ করে নিতে পারেন এসব প্যাক।
লিস্টে প্রথম এবং সবচেয়ে সস্তা প্ল্যান হল 15 টাকা। এই প্ল্যানে 1 GB ডেটা পাওয়া যাবে এবং প্ল্যানের ভ্যালিডিটি আপনার বর্তমান প্ল্যানের মতোই।
যদি আপনার প্ল্যান পাঁচ দিনের মধ্যে শেষ হয়, তবে এই 15 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও পাঁচ দিনের জন্য থাকবে।
25 টাকার Jio ডেটা ভাউচারে আপনি সম্পূর্ণ 2 GB হাই-স্পিড 4G ডেটা পেয়ে যাবেন। এর ভ্যালিডিটি গ্রাহকের বিদ্যমান রিচার্জ প্ল্যান পর্যন্তই।
জিও-র এই নতুন 5g প্ল্যানটি পাওয়া যাবে মাত্র 61 টাকায়। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে ব্যবহারকারীরা 5g সুবিধা পাবেন এবং পাবেন 6 GB হাই স্পিড ডেটা।
তবে এই প্ল্যানটি শুধুমাত্র ডেটা ভাউচার হিসেবে মিলবে। এক্ষেত্রে কোনওরকম কল এবং এসএমএস-এর সুবিধা পাবেন না আপনি।
আরও পড়ুন