31 October 2023

ভারতেও কি Facebook ও Insta করতে টাকা লাগবে?

জল্পনা চলছি অনেক দিন ধরেই। এবার সেই অনুযায়ী কাজও শুরু করে দিল Meta। এখন থেকে Facebook এবং Instagram ব্যবহার করতে ইউজ়ারদের টাকা খরচ করতে হবে। প্রতি মাসেই লাগবে সাবস্ক্রিপশনের খরচা।

মার্ক জ়াকারবার্গের সংস্থা Metaর তরফ থেকে নিশ্চিত বার্তা দিয়ে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিউয়নের দেশগুলিতে Instagram এবং Facebook ব্যবহারকারীদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের নতুন আইনকে মান্যতা দিতেই সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসছে মেটা। নতুন নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ফেসবুক ও ইনস্টা তার ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাতে পারবে না।

তবে ভারতীয়দের এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। প্রসঙ্গত, মেটা আগেই জানিয়েছিল ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানো তাদের ব্যবসার বৃদ্ধির পক্ষে সহায়ক।

কিন্তু সেই বিজ্ঞাপন দেখানোই বেশ কয়েকটি দেশে বন্ধ হওয়ার পথে। এই মুহূর্তে পাঁচটি দেশে ফেসবুক ও ইনস্টা ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন না এবং তার জন্য তাঁদের একটা মাসিক খরচ বহন করতে হবে।

সেই সব দেশের মানুষজনকে ফেসবুক ও ইনস্টা ব্যবহার করতে ওয়েব থেকে প্রতি মাসে EUR 9.99 (880 টাকা প্রায়) খরচ করতে হবে। মোবাইল থেকে লগইন করলে সেই খরচটাই হবে EUR 12.99 (1,145 টাকা প্রায়)।

মেটা জানিয়েছে, ফ্রি-তে যাঁরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করবেন, তাঁরা আগের মতোই বিজ্ঞাপন দেখতে পাবেন। অর্থাৎ খরচের বিষয়টিও ব্যবহারকারীদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।

অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক ও সুইৎজ়ারল্যান্ডে এই সাবস্ক্রিপশন প্ল্যানগুলি চালু করা হবে প্রাথমিক ভাবে। ভারতে এখনই এই সব প্ল্যান নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই মেটার।