04 JUL 2025
এই উপায়ে চালান এসি, বাঁচান বিদ্যুতের বিল!
Credit: Getty Images
TV9 Bangla
গ্রীষ্মে গরমের হাত থেকে বাঁচতে ও বর্ষাকালে আদ্রতার হাত থেকে বাঁচতে মানুষ এসি চালায়। ফলে, আজকের দিনে অনেকের কাছেই এসি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।
অনেকেই ঘর ঠান্ডা করতে কুল মোডে এসি চালিয়ে দেয়। তবে সব ঋতুতে এই মোডে চালানো ঠিক নয়।
আধুনিক এসিতে থাকে ড্রাই মোড। এটি কেবল ঘরের আদ্রতা কমায় না, বিদ্যুতের বিল বাঁচাতেও সাহায্য করে।
ড্রাই মোডে এসির কম্প্রেসর ও ফ্ল্যান চলে খুব ধীর গতিতে। ফলে কম বিদ্যুৎ খরচ হয়। এই মোডে খুব ঠান্ডা হয় না, তবে পরিবেশ বেশ আরামদায়ক হয়ে যায়।
ড্রাই মোডে এসি চললে ঘরের আদ্রতা কমে যায়। ঘরের বিভিন্ন জায়গায় বেড়ে ওঠা ব্যাক্টেরিয়ার সমস্যাও কম হয়।
ড্রাই মোডে এসি চালালে বেশি ঠান্ডা করার জন্য কেউ চালায় না। এই মোডে আদ্রতা কমাতেই এসি চালানো হয়।
এই মোডে এসির কম্প্রেসরে বেশি প্রেসার পড়ে না। ফলে বিদ্যুৎ খরচ কম হয়।
ড্রাই মোডে এসি চললে বাতাসের মান ভাল হয়। এই পদ্ধতি শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য উপকারী।
আরও পড়ুন