ac

24th  March, 2025

এক বছরে কত বার AC সার্ভিসিং করানো উচিত?

TV9 Bangla

image

Credit - Canva

গরমের মরসুম পড়তে না পড়তেই বাড়িতে ফুল স্পিডে ফ্যান চালানো শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও বাড়িতে এখন থেকেই চলতে শুরু করেছে এসি।

গরমের মরসুম পড়তে না পড়তেই বাড়িতে ফুল স্পিডে ফ্যান চালানো শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও বাড়িতে এখন থেকেই চলতে শুরু করেছে এসি।

চলছে মার্চ মাস। কিন্তু লাগছে মে মাসের মতো গরম। ফলে অনেক বাড়িতে এসি মাস্ট। আপনি কি জানেন বছরে কতবার এসি সার্ভিসিং করানো উচিত?

চলছে মার্চ মাস। কিন্তু লাগছে মে মাসের মতো গরম। ফলে অনেক বাড়িতে এসি মাস্ট। আপনি কি জানেন বছরে কতবার এসি সার্ভিসিং করানো উচিত?

উইন্ডো এসি হোক বা স্প্লিট এসি অন্তত ৩ থেকে চার বার সার্ভিসিং করানো উচিত। গরম পড়লে এসি চালানো শুরু করার আগে প্রথম সার্ভিসিং করাতে হবে।

উইন্ডো এসি হোক বা স্প্লিট এসি অন্তত ৩ থেকে চার বার সার্ভিসিং করানো উচিত। গরম পড়লে এসি চালানো শুরু করার আগে প্রথম সার্ভিসিং করাতে হবে।

এসির দ্বিতীয় সার্ভিসিং করানো উচিত চার মাস পর। তৃতীয় সার্ভিসিং করাতে হবে শীতকালে এসি বন্ধ করে দেওয়ার ঠিক আগে।

আর যদি তিন বারের জায়গায় ৪ বার এসি সার্ভিসিং করানোর কথা ভাবেন, তা হলে এর মাঝে এক সময় তা করাতেই পারেন।

এসির সার্ভিসিং করানো ভালো। কিন্তু তার পাশাপাশি এসির সঠিক যত্নও নিতে হবে। তাই প্রতি সপ্তাহে একবার করে ফিল্টার পরিষ্কার করতে হবে।

আরবান কোম্পানির খরচ অনুযায়ী, উইন্ডো ও স্প্লিট এসির সার্ভিসিং ৫৯৯ টাকা থেকে শুরু। তবে স্থানের নিরিখে এই খরচের পরিবর্তন হতে পারে।

কোনও ব্যক্তির বাড়ি যদি প্রচুর দূষণযুক্ত এলাকায় হয়, যেখানে খুব ধুলোবালি রয়েছে, তা হলে সেই এসি ২-৩ মাসের মধ্যে সার্ভিসিং করানো উচিত। সময় মতো সার্ভিসিং করিয়ে নিলে এসির আয়ু বাড়ে।