মশা মারার যন্ত্র ইলেকট্রিক বিল বাড়িয়ে দিচ্ছে না তো?

08 September 2023

ঘুমানোর সময় মশা কামড়ালে বড্ড কষ্ট হয় আমাদের। তাই, রাতের ঘুম নিশ্চিত করতে একটা অল আউট বা গুড নাইটের শরণাপন্ন হতে হয় আমাদের।

বাড়িতে একটা অল আউট বা গুড নাইট থাকা মানে মশার বিরক্তি থেকে মুক্তি। ছোট্ট এই মশা তাড়ানোর ডিভাইসের দামও কম, আর তা ব্যবহার করার কোনও ঝক্কি নেই।

কিন্তু, কখনও কি ভেবে দেখেছেন একটা অল আউট বা গু নাইটের মতো ছোট্ট ডিভাইস কত কতটা শক্তি খরচ করে? এর জন্য আপনার বাড়ি বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে না তো?

আজকাল মশারির ভিতরে থাকলে গরমে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তাই, বাধ্য হয়েই আমাদের অল আউট বা গুড নাইট ব্যবহার করতে হয়।

সেই কারণেই দোকানে মশা তাড়ানোর ছোট্ট এই ডিভাইসটি যেমন বিক্রি হয়, তেমনই আবার তার তেলও ব্যাপক হারেই বিক্রি হয়। কিন্তু এর বিদ্যুৎ বিল নিয়ে অনেকে মাথা ঘামান না।

সাধারণত, মশা তাড়ানোর এই অল আউট বা গুডনাইটের মতো ডিভাইসগুলি 5W বা 7W-এর হয়। মানে, একটা LED লাইটের সমান প্রায়।

ফলে, এর বিদ্যুৎও খুবই কম খরচ করে। পরিসংখ্যান অনুসারে, আপনি যদি দিনে 8 ঘণ্টা একটা 5W-এর অল আউট ব্যবহার করেন, তাহলে তা সর্বসাকুল্যে 40W বিদ্যুৎ খরচ করে।

এখন যদি তা 30 দিনের হিসেবে ধরা হয় তাহলে তা 1200W বা 1.2kWh হয়। ফলে আট ঘণ্টার চালানোর পর প্রতিদিন 1 ইউনিটের কাছাকাছি বিদ্যুৎ খরচ হয়।

সেই হিসেবে আপনি যদি মাসের 30 দিন 1 ইউনিট খরচ করেন গুডনাইটের জন্য, তাহলে ইলেকট্রিক বিল বাবদ খরচ মাসিক খরচ হওয়ার কথা মাত্র 240 টাকা।