ভোটার তালিকায় আপনার নাম আছে তো? কী ভাবে  তা নিশ্চিত হবেন?
insomnia 3

28 FEB 2025

ভোটার তালিকায় আপনার নাম আছে তো? কী ভাবে  তা নিশ্চিত হবেন?

credit: Meta AI

image

TV9 Bangla

বৃহস্পতিবার ছিল তৃণমূলের মেগা বৈঠক। সেখানে বার বার একটি বিষয় নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হল ভুয়ো ভোটার। তাঁদের ধরতে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ছিল তৃণমূলের মেগা বৈঠক। সেখানে বার বার একটি বিষয় নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হল ভুয়ো ভোটার। তাঁদের ধরতে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

তারই সঙ্গে অভিযোগ করেছেন বাংলার ন্যায্য ভোটারের নাম কেটে দেওয়ার। আপনার নাম ভটার তালিকায় আছে তো? কী ভাবে তা দেখতে হয় জানেন?

তারই সঙ্গে অভিযোগ করেছেন বাংলার ন্যায্য ভোটারের নাম কেটে দেওয়ার। আপনার নাম ভটার তালিকায় আছে তো? কী ভাবে তা দেখতে হয় জানেন?

প্রথমে, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/ -তে যেতে হবে।

প্রথমে, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/ -তে যেতে হবে।

হোমপেজের কিছুটা নীচের দিকে নামলে 'Electors' দেখতে পাবেন। সেখানে 'Search Name in Voter list' রয়েছে। তাতেই ক্লিক করতে হবে।

এবার নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের ভোটার আইডি কার্ডের নম্বর (এপিক নম্বর) দিতে হবে।

বেছে নিতে হবে নিজের রাজ্য। ভাষাও পালটাতে পারবেন। দেখবেন রয়েছে ক্যাপচা দেওয়ার জায়গা। সেখানে ক্যাপচা দিতে হবে।

তারপর ক্লিক করতে হবে 'Search'-এ। যদি কেউ Search by EPIC থেকে খুঁজে না পান, তাহলে Search by Details বা Search by Mobile থেকে পাবেন।

তাহলেই নিজের ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন।  যদি এখানে নিজের ডিটেলস দেখতে না পান, তাহলে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।