31 January 2024

AutoGPT ব্যবহার করতে জানেন?

credit: istock

TV9 Bangla

ChatGPT-এর সঙ্গে সঙ্গে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে AutoGPTও। কীভাবে আপনি এই AutoGPT-কে ব্যবহার করতে পারবেন?

প্রথমে কম্পিউটার বা ল্যাপটপের gitforwindows.org-এ যান। এরপরে, উইন্ডোজের জন্য Git ডাউনলোড করতে হবে।

এরপর আপনাকে python.org-এ আসতে হবে। ইন্সটল করার সময় “Add python.exe to PATH” ডাউনলোড করতে হবে।

ড্রাইভ সিলেক্ট করার পর AutoGPT-এর একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে। কমান্ড উইন্ডো খুলতে cmd টাইপ করুন। GitHub-এ অটোজিপিটি সার্চ করতে হবে।

তারপর সেখানে সব থেকে বেশি স্টার আছে এমন একটি ফাইল খুলতে হবে। কোডটিতে ক্লিক করার পর, HTTPS কোডটি কপি করতে হবে।

কমান্ড উইন্ডোতে HTTPS কোড পেস্ট করুন এবং Enter-এ ক্লিক করুন। GitHub ফাইলগুলি AutoGPT ফোল্ডারে দেখতে পাবেন।

AutoGPT পেজে ফিরে যেতে হবে। আর সেখানে pip install-r requirements.txt কপি করতে হবে। AutoGPT ফোল্ডার খুলুন এবং কমান্ড বার খুলুন।

এখানে কপি করা লিঙ্কটি E:\AI\AutoGPT> এরপরে পেস্ট করতে হবে। সিস্টেমে AutoGPT ইন্সটল করার পর ফোল্ডার থেকে নোটপ্যাডে থাকা .env.template ফাইলটিতে ক্লিক করুন।