10h January, 2025

না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে

Credit - WhatsApp, Pixabay, Getty Images

TV9 Bangla

WhatsApp এর একটি গুরুত্বপূর্ণ ফিচার ভয়েস মেসেজ। এর মাধ্যমে নিজের ইচ্ছেমতো কোনও ব্যক্তিকে নিজের মনের কথা বলা যায়। প্রয়োজনীয় কথাও বলা যায়।

এই ধরুন মেসেজ টাইপ করার মতো অবস্থায় নেই, আপনি কিন্তু সহজেই WhatsApp-এ টুক করে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিতে পারেন।

কিন্তু সব সময় যে কোনও জায়গায় ভয়েস মেসেজ শোনার মতো পরিস্থিতি সকলের থাকে না। বিশেষ করে যদি কেউ বাড়ির বাইরে থাকেন, সেখানে চারপাশের আওয়াজ শোনা যায় বেশি।

এ বার সেই সমস্যার সমধানও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এক নতুন ফিচারের মাধ্যমে WhatsApp এ ভয়েস মেসেজ প্লে না করেও জানা যাবে সেখানে কী লেখা রয়েছে।

ছোট্ট কয়েকটি উপায় মানলেই খুব সহজে এ সমস্যার মুশকিল আসান হবে। WhatsApp এর ভয়েস মেসেজ এ বার থেকে ট্রান্সক্রিপ্ট করা যাবে।  

WhatsApp এর সেটিংসে যেতে হবে। সেখানে চ্যাটে ক্লিক করতে হবে। তারপর ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন অন করতে হবে।

WhatsApp এর ভয়েস মেসেজ প্লে না করে লেখা আকারে পড়ার জন্য যে কেউ নিজের পছন্দের ভাষাও নির্বাচন করতে পারবেন।

এই ফিচার কাজ করবে কীভাবে? যে কোনও চ্যাটের ভয়েস মেসেজ প্লে না করে ডানদিকের কর্নারে থাকা তিনটি ডটের অংশে টাচ করুন। ট্রান্সক্রাইবে ক্লিক করুন। লেখা আকারে দেখা যাবে ভয়েস মেসেজে কী রয়েছে।