05 JUN 2025

সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি ভাইরাল হয়ে গিয়েছে? কী ভাবে তা ডাউন করবেন?  

credit:TV9

TV9 Bangla

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিয়ের ছবি। আবার ক'দিন আগেই ম্যাকআউটে এক শিক্ষিকা এবং তাঁর ছাত্রের ক্লাসরুমে বিয়ের ছবি ভাইরাল হয়েছিল। যা ঘিরে হয় অনেক জল্পনা কল্পনাও।

হামেশাই আমরা আমাদের চারপাশে শুনতে পাই সমাজমাধ্যমে নিজের অমতে ঘনিষ্ঠ বা কোনও বিশেষ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় আত্মঘাতী হয়েছেন তরুণী। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার নামে আকছাড় ঘটে চলেছে ব্ল্যাকমেলের ঘটনা।

এমন ঘটলে কী করণীয়? শুধু পুলিশের কাছে গেলেই হবে? কীভাবে এই সমস্যার মোকাবিলা করবেন? কী ভাবে নিজেই পুরো ইন্টারনেট থেকে ওই ছবি ডাউন করবেন? জেনে নিন সেই ট্রিকস।

প্রথমে গুগলে সার্চবার খুলে নিন। এবার সেখানে গিয়ে টাইপ করুন stopNCII.org। প্রথম ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করুন।

যে পেজ ওপেন হবে সেখানে একটু নিচের দিকে দেখতে পাবেন 'ক্রিয়েট ইওর কেস' অপশনটি। ওই অপশনে ক্লিক করুন।

ওই অপশনে ক্লিক করলেই প্রথমে আপনার বয়স জানতে চাইবে। তারপরে আরও অনেকগুলি প্রশ্ন করা হবে। তার যথাযথ উত্তর দিতে হবে।

যে ছবি বা ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে তাও আপলোড করতে হবে। আপলোড করার কয়েক ঘন্টার মধ্যেই পুরো ইন্টারনেট থেকে গায়েব হয়ে যাবে ওই ছবি।

তবে এখানেই কিন্তু নিশ্চিন্ত হবেন না। যদি আপনার সঙ্গে অন্যায় কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই থানায় গিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করুন।