WhatsApp-এর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ফিচার্স, যেগুলো থেকে সত্যিই খুব উপকৃত হন ব্যবহারকারীরা। বিভিন্ন সময়ে সেই নতুন ফিচারগুলি রোলআউট করতে থাকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
সেরকমই অত্যন্ত জরুরি একটা ফিচার হয়তো আপনি এখনও ব্যবহারই করেননি। আপনি এখন একটাই WhatsApp Account-এ লগইন করে মোট চারটি ফোনে তা ব্যবহার করতে পারবেন। কীভাবে সম্ভব?
এতদিন আপনি একটা ফোনে একটাই অ্যাকাউন্ট চালাতে পারতেন। কিন্তু এবার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ফোন, ট্যাবলেট মিলিয়ে মোট চারটি ডিভাইস থেকে ব্যবহার করতে পারেন।
তার জন্য প্রথমে আপনাকে একটি সেকেন্ডারি ডিভাইস থেকে WhatsApp খুলতে হবে। এবার সেখানে ফোন নম্বর দিয়ে লগইন করার পরিবর্তে আপনাকে 'লিঙ্ক টু এগজ়িস্টিং অ্যাকাউন্ট' অপশনে ট্যাপ করতে হবে।
এবার আপনি একটি QR Code দেখতে পাবেন। এই কিউআর কোডের মাধ্যমেই আপনাকে প্রাইমারি ডিভাইসে স্ক্যান করতে হবে। কোডটি দেখা মাত্রই প্রাথমিক ফোনটি থেকে তা স্ক্যান করে নিন।
লিঙ্কড ডিভাইসেস অপশনটি খুলতে হবে আপনাকে। আর সেই অপশনটি আপনি দেখতে পাবেন উপরের ডান দিকের কর্নারের মেনু অপশন থেকে। সেখানে গিয়ে 'Scan QR Code' অপশনে ক্লিক করুন।
সেকেন্ডারি ফোনের কিউআর কোড যে প্রাইমারি ফোন থেকে স্ক্যান করেছিলেন, সেটি খুলুন। তাহলেই আপনি এবার কাজ করতে পারবেন। একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো থেকে এভাবেই চারটে থেকে ব্যবহার করতে পারবেন।
WhatsApp-এর এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্ম থেকেই ব্যবহার করতে পারবেন। আপনার মূল ডিভাইসটি যদি দীর্ঘ সময়ের জন্য কাজ না করে, তাহলে সবকটি ডিভাইস থেকে তা লগ আউট হয়ে যাবে।