10 JAN 2025

একই নম্বর দিয়ে একসঙ্গে ৪টি ডিভাইস থেকে করা যাবে হোয়াটসঅ্যাপ! কী ভাবে জানেন?

credit: Getty Images

TV9 Bangla

এক সঙ্গে একটি নম্বর থেকে কেবল একটি ডিভাইসেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। অন্য মোবাইলে হোয়াটসঅ্যাপ লগ ইন করলে, পুরনো মোবাইল থেকে তা লগ আউট হয়ে যায়।   

আপনি কি জানেন, হোয়াটসঅ্যাপ কিন্তু নম্বর না বদলেও ৪টি ডিভাইসে একসঙ্গে লগ ইন করা সম্ভব। সেটি সম্ভব কেবল QR কোডের মাধ্যমে।

হোয়াটসঅ্যাপ লিঙ্কড ডিভাইস ফিচারটি ব্যবহার করে একাধিক ডিভাইসের সঙ্গে খুব সহজে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

হোয়াটসঅ্যাপ লিঙ্কড ফিচার ব্যবহার করে একটিমাত্র অ্যাকাউন্টের সঙ্গে ৪টি ডিভাইস পর্যন্ত সংযুক্ত করা যেতে পারে। কী ভাবে জানেন?

প্রথমে মূল মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটি খুলে নিন। এবার স্ক্রিনের উপরের দিকে ডান দিকে তিনটি বিন্দু দেখতে পাবেন। সেখানে গিয়ে 'মেনু' আইকনে টাচ করুন।

মেনু থেকে লিঙ্কড ডিভাইস অপশনটি বেছে নিন। সেই অপশনে ট্যাপ করে QR কোড স্ক্যানার অপশনটি চালু করতে হবে।

দ্বিতীয় যে ডিভাইসটি সংযোগ করতে চান, সেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। অন্য নম্বর দেওয়ার জায়গায় সঙ্গী ডিভাইস অপশনটি বেছে নিন। এরপরেই একটি QR দেখতে পাবেন।

ওই QR কোডটি স্ক্যান করলে পুরো চ্যাট এবং কার সঙ্গে কী কথোপকথোন হয়েছে তা পরবর্তী ডিভাইসে দেখতে পাবেন। এই ভাবে ল্যাপটপ, ট্যাবেও হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন।