iPhone 15 ও iPhone 15 Plus ভারতে পাওয়া যাবে এই দামে

13 September 2023

Apple তার দীর্ঘ প্রতীক্ষিত iPhone 15 Series লঞ্চ করে দিল ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই সিরিজ়ে মোট চারটি মডেল লঞ্চ করা হয়েছে: iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max।

এদের মধ্যে iPhone 15-র ডিজ়াইন কম্প্যাক্ট রাখা হয়েছে, যাতে রয়েছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে। iPhone 15 Plus মডেলে রয়েছে 6.7 ইঞ্চির স্ক্রিন, যা iPhone 14-র জন্যও দেওয়া হয়েছিল।

স্ট্যান্ডার্ড iPhone 15 মডেলের পারফরম্যান্সের জন্য রয়েছে একটি A16 বায়োনিক চিপসেট, ঠিক যেমনটা এর আগে দেখা গিয়েছিল iPhone 14 Pro-র ক্ষেত্রে। সারা দিন নিশ্চিন্তে ব্যাটারি ব্যাকআপ দিতে সাহায্য করবে এই চিপসেট।

স্ট্যান্ডার্ড ও প্লাস এই দুটি মডেলেই প্রাইমারি সেন্সর হিসেবে 48MP ক্যামেরা রয়েছে এবং সঙ্গে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরও থাকছে। সেলফি ও ফেস আইডির জন্য 12MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

এই প্রথম iPhone 15-তে রয়েছে নাইট মোড, স্মার্ট এইচডিআর, যা আগের থেকে আরও ভাল ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারবে। তাছাড়াও এই ফোনের ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করবে।

প্রথম বারের মতো iPhone চার্জিংয়ের জন্য USB Type-C পোর্ট পেল। এখন থেকে কোনও আইফোনে আর লাইটনিং পোর্ট দেওয়া হবে না। ইউরোপিয়ান ইউনিয়ন এই নিয়ে আইন নিয়ে আসার পরই কাজ শুরু করে দিয়েছিল অ্যাপল।

আর একটা যে বড় পরিবর্তন করা হয়েছে, তা হল আইফোনের সামনে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজ়াইন দেওয়া হয়েছে। তাছাড়াও প্রত্যেকটি iPhone 15 মডেলে এখন ডায়নামিক আইল্যান্ড ফিচারও দেওয়া হয়েছে।

অন্য দিকে আগের মিউট সুইচটি রিপ্লেস করে তার জায়গায় অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। এর ফলে শর্টকাটস, বিভিন্ন ফিচার্স অ্যাক্টিভেট করার কাজটি আরও সহজ হয়ে গেল।

এদের মধ্যে iPhone 15-র দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে এবং iPhone 15 Plus এর দাম শুরু হচ্ছে 89,900 টাকা থেকে। 15 সেপ্টেম্বর থেকে এই সিরিজ়ের ফোনগুলির প্রি-অর্ডার শুরু হবে।