iPhone 15 সিরিজ়ের ফোনগুলির বিক্রিবাট্টা শুরু হয়েছে দেশে। ভারতই বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে সবথেকে দ্রুততার সঙ্গে আইফোন ব্যবহারকারীদের কাছে নতুন প্রজন্মের ফোনটি পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
BlinkIt-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে 10 মিনিটের মধ্যে ফোনগুলি আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সঙ্গে দিল্লি ও মুম্বইয়ের অ্যাপল স্টোরের iPhone 15 কেনার লম্বা লাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
এই মুহূর্তে iPhone 15 সিরিজ়ের ফোনগুলির উপরে থাকছে দুর্দান্ত অফার। iPhone 15 Pro এবং Pro Max-এর উপরে থাকছে 6,000 টাকার ছাড়। আবার iPhone 15 ও iPhone 15 Plus-এ থাকছে 5,000 টাকার ক্যাশব্যাক।
Flipkart থেকে আপনি যদি HDFC কার্ড ব্যবহার করে iPhone 15 এবং iPhone 15 Plus কেনেন, তাহলে পেয়ে যাবেন 5,000 টাকার ডিসকাউন্ট। নো-কস্ট EMI অফারে প্রতি মাসে 3,330 টাকা দিলেই ফোন দুটির একটি পেয়ে যাবেন।
HDFC ব্যাঙ্কের কার্ড থাকলে iPhone 15 এবং iPhone 15 Plus কেনার উপরে 5,000 টাকার ক্যাশব্যাক অফার দিচ্ছে Vijay Sales। আবার প্রো ও প্রো ম্যাক্স ব্যবহারকারীদের জন্য থাকছে 4,000 টাকার ডিসকাউন্ট।
ফ্লিপকার্টের মতো একই অফার দিচ্ছে Croma। HDFC কার্ড ব্যবহারকারীরা iPhone 15 এবং iPhone 15 Plus ক্রয় করলে পাবেন 5000 টাকার ছাড়। আবার iPhone 15 Pro এবং 15 Pro Max কিনলে মিলবে 4,000 টাকার ছাড়।
তবে শুধুই iPhone 15 সিরিজ়ের ফোনের ক্ষেত্রেই নয়। অফার থাকছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 13 এবং iPhone SE-র জন্যও। এই অফারটি কেবল অনলাইনে অ্যাপল-এর অফিসিয়াল সাইট থেকেই পাওয়া যাবে।
HDFC ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা iPhone 14, iPhone 14 Plus ক্রয় করলে 4,000 টাকার ছাড়, iPhone 13 কিনলে 3,000 টাকা এবং iPhone SE ক্রয় করলে পাবেন 2,000 টাকা ছাড়।