মঙ্গলবার রাতে ওয়ান্ডারলাস্ট ইভেন্ট নিয়ে আসছে টেক জায়ান্ট Apple। সেই দিনই iPhone 15 Series সহ একাধিক প্রোডাক্টের পর্দা উন্মোচন করতে চলেছে সংস্থাটি। রাত দশটা থেকে ইভেন্টটি সরাসরি সম্প্রচারিত হবে।
iPhone 15 সিরিজে থাকছে মোট চারটি ফোন: iPhone 15, iPhone 15 Plus, iPhone Pro এবং iPhone 15 Pro Max। এর মধ্যে জল্পনা এ-ও চলছে যে, এই সিরিজ়ে থাকতে পারে iPhone 15 Ultra নামক আরও একটি ফোন।
এদের মধ্যে হাই-এন্ড দুটি ফোন অর্থাৎ প্রো মডেল দুটিতে থাকতে পারে টাইটানিয়াম ফ্রেম। আর সেই ফ্রেমের কারণে ফোন দুটি আরও টেকসই এবং আগের মডেলগুলির থেকে আরও 10% হাল্কা হতে চলেছে।
এদিকে iPhone 15 নন-প্রো মডেলগুলি এই প্রথম ডাইনামিক আইল্যান্ড ইন্টারফেস পেতে চলেছে। এই ইন্টারফেস প্রথম দেওয়া হয়েছিল, iPhone 14 Pro মডেলগুলিতে। এই ইন্টারফেস একটি ডেডিকেটেড এরিয়ায় অ্যালার্ট দেখাবে।
এবারে iPhone 15 Pro মডেলগুলিতে থাকছে আগের থেকে আরও দ্রুতগামী A17 চিপ, যাতে আরও বেশি মেমোরি থাকবে। অন্য দিকে iPhone 15 এবং 15 Plus এই ফোন দুটিতে থাকবে A16 চিপ, যা আগের বারের ফোনেও দেওয়া হয়েছিল।
রেগুলার iPhone মডেলগুলি চমৎকার 48MP মেইন ক্যামেরা পেতে চলেছে। অন্য দিকে iPhone 15 Pro মডেলগুলিতে থাকবে আরও উন্নত লেন্স, এক্সক্লুসিভ 6X হার্ডওয়্যার জ়ুম, যা প্রো ম্যাক্স ভার্সনেই দেওয়া হচ্ছে।
আসন্ন iPhoneগুলিতে নতুন 'U2' আলট্রাওয়াইড-ব্যান্ড সেমিকন্ডাক্টর দেওয়া হয়েছে, যার দ্বারা লোকেশন ট্র্যাকিং আরও চমৎকার হবে। ফাইন্ড মাই অ্যাপটি এই কারণেই আরও নিখুঁত হতে চলেছে।
সমগ্র iPhone 15 সিরিজ়ে চার্জিংয়ের জন্য USB-C চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে। এই সিরিজ়ের এক্কেবারে বেসিক ফোন অর্থাৎ iPhone 15-র দাম শুরু হতে পারে 80,000 টাকা থেকে।