27 February 2024

গেম খেললেই গরম হচ্ছে স্মার্টফোন?

credit: istock

TV9 Bangla

মোবাইল গেম অনেকেরই পছন্দ। ফোনের মাধ্যমে অবসর সময়ে গেম খেলেন অনেকেই। কিন্তু সেক্ষেত্রে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হয়।                                                       

অল্পতেই ফোন গরম হয়ে যায়। তবে সহজেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। জানেন কীভাবে?                                                       

গেম খেলতে গিয়ে মোবাইল গরম হলে জানতে হবে ওই গেমটি প্রসেস হওয়ার জন্য প্রয়োজনীয় কনফিগারেশন ফোনে নেই। তাই ফোন গরম হয়।                                                       

সেক্ষেত্রে প্রথমত মাথায় রাখতে হবে গেম খেলার সময় অন্য কোনও অ্য়াপ যেন ব্যাকগ্রাউন্ডে না চলে।                                                       

এর ফলে প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ফোন গরম হয়। দ্বিতীয়ত, কখনও ফোন চার্জিংয়ের সময় গেম খেলবেন না।                                                       

এতে ব্যাটারির তাপমাত্রা বাড়তে শুরু করলে ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে এবং যার ফলে বড় বিপদও হতে পারে।                                                       

মোবাইলে গেম খেলার সময় এই দুটি বিষয় মাথায় রাখলে ফোনের হিটিং ইস্যুর সমস্যা থেকে সমাধান সম্ভব।                                                       

তবে ফোনের কনফিগারেশন বদল করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ফোন বদল করাই ভাল উপায়।