Reliance Jio সম্প্রতি ওয়্যারলেস 5G রাউটার নিয়ে হাজির হয়েছে, যার নাম Jio AirFiber। দেশের মোট আটটি শহরে এই পরিষেবা নিয়ে এসেছে মুম্বইয়ের টেলকো, যে তালিকায় কলকাতাও রয়েছে।
JioAirFiber ওয়াই-ফাই বক্স সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। কাস্টমারদের কেবলই ইনস্টলেশন ফি এবং রিচার্জের খরচ করতে হবে। 1Gbps ইন্টারনেট স্পিড, 550টি ডিজিটাল টিভি চ্যানেল, 16টি OTT অ্যাপের সুবিধা মিলবে।
প্রথম JioAirFiber প্ল্যানের খরচ মাত্র 599 টাকা। 30 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে 30 Mbps স্পিড মিলবে। 550 ডিজিটাল চ্যানেল, 14 OTT অ্যাপ, ডিজ়নি প্লাস হটস্টার-সহ আরও একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।
পরের 899 টাকার প্ল্যানে 100 Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে, যার ভ্যালিডিটি 30 দিন। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে 550+ ডিজিটাল চ্যানেল ও 14 OTT অ্যাপ।
1199 টাকার একটি এয়ারফাইবার প্ল্যান রয়েছে। সেই প্ল্যানে আপনি 100 Mbps ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন। আগের মতোই ডিজিটাল চ্যানেল ও OTT অ্যাপের অফার পাওয়া যাবে। অতিরিক্ত OTT অ্যাপ হিসেবে থাকছে Netflix।
এর পরে যে প্ল্যানটি রয়েছে, তার জন্য Jio AirFiber ব্যবহারকারীদের 1499 টাকা খরচ করতে হবে। 30 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে 300 Mbps স্পিড। নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানে।
2,499 টাকার Jio AirFiber প্ল্যানে 30 দিনের জন্য 500 Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। 550টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং নেটফ্লিক্স স্ট্যান্ডার্ড, প্রাইম ভিডিয়ো-সহ আরও একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন মিলবে।
সবথেকে ব্যয়বহুল Jio AirFiber প্ল্যানে 30 দিনের জন্য 1Gbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। সঙ্গে থাকছে 550+ ডিজিটাল চ্যানেল, নেটফ্লিক্স প্রিমিয়াম, প্রাইম ভিডিয়ো, ডিজ়নি প্লাস হটস্টারের মতো একাধিক ওটিটি অ্যাপ।