দেশের বেশির ভাগ প্রান্তেই 5G নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে। সবথেকে দ্রুততার সঙ্গে সেই পরিষেবা আমাদের কাছে পৌঁছে দিয়েছে Reliance Jio। তবে সংস্থাটি এখনও পর্যন্ত সে ভাবে 5G-র জন্য আলাদা ডেটা প্যাক আনেনি।
অর্থাৎ Reliance Jio তার ব্যবহারকারীদের যে 4G প্ল্যানগুলি অফার করে, তাই আপাতত 5G ডেটা প্যাকের কাজ করবে। কিন্তু 5G ডেটার যা গতি, তাতে রোজ অতিরিক্ত পরিমাণ ইন্টারনেটের প্রয়োজন হতে পারে।
সেই অতিরিক্ত পরিমাণ ডেটার যোগান দিতে, প্রত্যহ আপনার যা প্রয়োজন, তা হল 3GB ডেটার Jio রিচার্জ প্ল্যান। মুম্বইয়ের টেলিকম সংস্থার কাছে কম খরচের একাধিক প্ল্যান রয়েছে, যেগুলিতে রোজ 3GB ডেটা মেলে।
ডেটার অফার এক থাকলেও বিভিন্ন ভ্যালিডিটির উপরে নির্ভর করে প্ল্যানগুলির খরচ সাজানো হয়েছে। এদের খরচ যথাক্রমে 219 টাকা, 399 টাকা এবং 999 টাকা। প্ল্যানগুলির অফার জেনে নেওয়া যাক।
এদের মধ্যে 219 টাকার Jio প্ল্যানের বৈধতা 14 দিন। প্রতিদিন 3GB ডেটার পাশাপাশি প্ল্যানটিতে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ পাওয়া যাবে। রয়েছে সমস্ত Jio Apps-এর অফারও।
তার ঠিক পরেই 399 টাকার Jio প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। আগের প্ল্যানের মতোই এতেও রোজ 3GB ডেটা, আনলিমিটেড কলিং, SMS-এর মতো একাধিক সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
999 টাকার প্ল্যানটি আপনি 84 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। এতেও আপনি রোজ 3GB ডেটা, আনলিমিটেড কলিং, SMS-এর অফার পাবেন। থাকছে বেশ কিছু ওটিটি সাবস্ক্রিপশনেরও অফার।
এই প্রত্যেকটি প্ল্যানেই আপনি 5G গতিতে ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন স্থানীয় রিটেল দোকান, জিও স্টোর এবং My Jio মোবাইল অ্যাপ থেকে।