8 টাকারও কমে 2GB ডেটা দিচ্ছে Jio
21 September 2023
ভারতে প্রধানত তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি রয়েছে, যার মধ্যে একটি হল রিলায়েন্স Jio। ভারতে এর লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে।
অনেকেই জানেন না, Jio-র কম দামে এমন অনেক রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে অনেক সুবিধা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক।
Jio-রএকটি প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে আপনি মাত্র 7.8 টাকায় অনেক সুবিধা পেয়ে যাবেন। আর সঙ্গে প্রতিদিন 2GB ডেটা পাবেন।
রিলায়েন্স জিও 2GB দৈনিক ডেটা প্ল্যান অফার করে। সেই সঙ্গে কলিং, এসএমএস সুবিধাও রয়েছে। এই প্ল্যানগুলি সেই সব Jio প্রিপেইড ব্যবহারকারীদের জন্য সেরা।
Jio- এর 2879 টাকার প্ল্যান, যার বৈধতা 365 দিন অর্থাৎ 1 বছর। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং, OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এই অফারে আপনি যে সব OTT প্ল্যাটফর্মের সুবিধা পাবেন, তার তালিকায় রয়েছে Jio Cloud, Jio সিকিউরিটি, Jio সিনেমা।
879 টাকার এই প্ল্যানে আপনি প্রতিদিন 2GB ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা 365 দিন এবং আপনি এই প্ল্যানের সাথে মোট 730GB ডেটা পাবেন।
এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক 100SMS এবং JioTV, JioCinema, JioSecurity এবং অন্যান্য Jio অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন