ফোনের একটি সেটিংস, নিমেষে দ্বিগুণ হয়ে যাবে ইন্টারনেটের স্পিদ
insomnia 3

16 FEB 2025

ফোনের একটি সেটিংস, নিমেষে দ্বিগুণ হয়ে যাবে ইন্টারনেটের স্পিদ

credit:Unsplash

image

TV9 Bangla

প্রতিদিন ব্যবহারের মোবাইলটি কি পুরনো হয়ে গিয়েছে? যখনই মোবাইলে কিছু সার্চ করতে যান বা, ভিডিয়ো দেখতে যান তখনই ইন্টারনেটের গতি কমে আসে?

কাজের সময় ইন্টারনেটের গতি কমে গেলে খুব বিরক্ত লাগে। অনেক সময় নানা কারণে ফোনের ডেটা প্যাক শেষ না হওয়া সত্ত্বেও ফোনের নেট কমে যায়।

তবে সেই সমস্যার হাত থেকে কিন্তু নিমেষেই মুক্তি পেতে পারেন। তার জন্য আপনার ফোনের সেটিংসে কিছু সামান্য পরিবর্তন করতে হবে।

প্রথমে ভালো ভাবে দেখে নিন আপনার প্রতিদিনের ডেটা প্যাক বা হাইস্পিদ ডেটার কোটা শেষ হয়ে গিয়েছে কি না।

যদি আপনার মোবাইলের ইন্টারনেটে গতি কমে যায়, তাহলে ফোনটির বিমান মোডটি একবার অন করে নিন। কিছুক্ষণ রেখে কয়েক সেকেন্ড পরে আবার সেটি বন্ধ করে দিন।

মোবাইলের ইন্টারেট সেটিংসে গিয়ে দেখে নিন কী ধরনের ডেটা সংযোগের সেটিংস করা আছে। ২জি, ৩জি, ৪জি না ৫জি। যদি তা ৪জি বা ৫জি না থাকে তাহলে সেটিংস পরিবর্তন করে নিন।

এতেও যদি কাজ নয়, তাহলে মাঝে মাঝে সিম কার্ড খুলে নিয়ে ধুলো ভাল করে মুছে লাগিয়ে নিন। সিম কার্ড মোবাইলে না দেখালেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

এগুলি কাজ না হলে মোবাইলটি একবার সুইচ অফ করে আবার অন করতে পারেন। তারপরেও কাজ না হলে, সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।