বর্তমানে স্মার্টফোন ও ব্লুটুথ ইয়ারফোন আমাদের জীবনের একটি অভ্যাসে পরিণত হয়েছে। গান শোনা, ফোনে কথা বলা, ভিডিয়ো দেখা কিংবা গেম খেলার সময় অধিকাংশ মানুষই ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করেন।
দিনের পর দিন দীর্ঘ সময় ধরে কানে ইয়ারফোন গুঁজে রাখলে তা শরীর, বিশেষত মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কী কী হতে পারে জানেন?
উচ্চ ভলিউমে দীর্ঘ সময় গান বা শব্দ শোনার ফলে কানের অভ্যন্তরের 'হেয়ার সেল' ধ্বংস হয়ে যেতে পারে, যা স্থায়ী শ্রবণ সমস্যা তৈরি করতে পারে।
অনেক সময় কানে সারাদিন ইয়ারফোন থাকলে এক ধরনের ফুসফুস বা শোঁ শোঁ আওয়াজ (টিনিটাস) তৈরি হয় যা খুবই অস্বস্তিকর।
ইয়ারফোনে ময়লা জমে, আর তা কানে দীর্ঘক্ষণ গুঁজে রাখলে সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহারে কানে চাপ পড়ে, যার ফলে মাথাব্যথা বা ঘাড়ে অস্বস্তি দেখা দিতে পারে।
ব্লুটুথ ইয়ারফোনে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, যা মস্তিষ্কের খুব কাছ থেকে নির্গত হয়। যদিও এই মাত্রা খুব কম, তবে দিনের পর দিন দীর্ঘ সময় ব্যবহারে মস্তিষ্কে EMF-এর প্রভাব পড়তে পারে বলে অনেক গবেষণা ইঙ্গিত দেয়।
কানে সারাদিন ইয়ারফোন থাকলে ব্রেনের ওপর এক ধরনের স্টিমুলেশন চলতেই থাকে, যার ফলে কনসেন্ট্রেশন লস, মনোযোগে ব্যাঘাত, ও স্ট্রেস বেড়ে যেতে পারে।
অতিরিক্ত শব্দ ও ব্লুটুথ ওয়েভের একটানা এক্সপোজার ব্রেনের রিল্যাক্সেশন সিস্টেমে বাধা দেয়, যা স্মৃতি দুর্বল করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়।