কালীপুজোর দিন কলকাতার বাতাসেও মিশেছে বিষ। শব্দবাজি, আতসবাজির দাপট চলেছে একপ্রকার। দূষিত শহরগুলোর তালিকায় দিল্লির পাশাপাশিই প্রথম দশে জায়গা করে নিয়েছে তিলোত্তমা।
খুব স্বাভাবিক ভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে, কতটা দূষিত হয়েছে আপনার এলাকার বায়ু। হ্যাঁ, তা জানার জন্য বেশ কয়েকটি মোবাইল অ্যাপ রয়েছে। সেরকমই কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে নিন।
AirVisul: এই অ্যাপ আপনাকে রিয়্যাল টাইম ভিত্তিতে এয়ার কোয়ালিটি অর্থাৎ বাতাসের মান সম্পর্কিত তথ্য প্রদান করবে। প্রতি মুহূর্তের AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স সম্পর্কেও জানাবে এই অ্যাপ।
Air Matters: বাতাসে কতটা বিষ মিশেছে, তা পুঙ্খানুপুঙ্খ ভাবেই বলতে পারে এই অ্যাপটি। এয়ার কোয়ালিটি ম্যাপ এবং ঐতিহাসিক তথ্য কাজে লাগিয়ে আপনাকে একাধিক জরুরি তথ্য দেবে অ্যাপটি।
Airlief: আর একটি চমৎকার অ্যাপ। আপনার এলাকার বাতাস সম্পর্কে এই অ্যাপ যাবতীয় তথ্য দেবে। তবে তার জন্য আপনার নাম, ইমেলের মতো কোনও ব্যক্তিগত তথ্য অ্যাপটিকে দেওয়ার প্রয়োজন হবে না।
Haze: এই অ্যাপের গুরুত্বপূর্ণ দিক হল, এটি যেমন আপনার এলাকার বাতাসের গুণমান সম্পর্কে বলবে, তেমনই আবার এখন আপনার বাড়ির বাইরে বেরোনো উচিত কি না, সে কথাও জানিয়ে দেবে।
বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে ফের এক নম্বরে জায়গা করে নিয়েছে দিল্লি। তবে দিল্লির সঙ্গে কলকাতার তফাৎ খুব বেশি নয়। এবারে কলকাতা চার নম্বরে স্থান পেয়েছে।
সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছিল 420তে। কলকাতার একিউআই 196। বিশেষজ্ঞদের মতে, এই AQI থাকা উচিত 0 থেকে 50-এর মধ্যে।