এক্কেবারে জলের দরে 50MP ক্যামেরার বাম্পার ফোন

27 September 2023

Lava ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। Agni 2, Yuva 2 এবং Blaze 5G-র পর সংস্থাটি আরও একটি বাজেট মোবাইল লঞ্চ করল, যার নাম Lava Blaze Pro 5G। ফোনের দাম ও ফিচার জেনে নিন।

একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির। সেই 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের Lava Blaze Pro 5G ফোনের দাম 12,499 টাকা। স্ট্যারি নাইট ও র‌‌্যাডিয়্যান্ট পার্ল এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি।  

পারফরম্যান্সের জন্য এই Lava Blaze Pro 5G স্মার্টফোনে রয়েছে একটি MediaTek Dimensity 6020 প্রসেসর। এই চিপসেট পেয়ার করা থাকছে 128GB স্টোরেজ এবং 8GB এক্সপ্যান্ডেবল র‌্যামের সঙ্গে।

6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এই Lava Blaze Pro 5G স্মার্টফোনে, যার রিফ্রেশ রেট 120Hz। সফটওয়্যার হিসেবে রয়েছে একটি Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম।  

অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের পাঞ্চ হোল ডিজ়াইনে রয়েছে সেলফি ক্যামেরাটি। Lava Blaze Pro 5G  ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা।

প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 50MP সেন্সর এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফেস আনলক এবং সাইড ফিঙ্গার সেন্সরের মতো সিকিওরিটি ফিচার্সও রয়েছে এতে।

ফোনের ক্যামেরাটি ফিল্ম, স্লো মোশন, টাইম ল্যাপস, ইউএইচডি, জিফ, বিউটি, এইচডিআর, নাইট, পোর্ট্রেইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্যানোরমা, ফিল্টার্স এবং ইন্টেলিজেন্ট স্ক্যানিংয়ের ফিচার্স সাপোর্ট করে।

কয়েক দিন আগেই Lava আর একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন নিয়ে এসেছিল, যার নাম Lava Yuva 2। ফোনটির দাম মাত্র 6,999 টাকা। 3GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের জন্য এই দাম রাখা হয়েছে।