বাজারে এসেছে অ্যান্ড্রয়েড ১৫। পিক্সেল ডিভাইসে তা অন্তর্ভুক্তও হয়েছে। স্যামসুংয়ের ফোনও এই আপডেট কবে আসবে তার অপেক্ষায় স্যামসুং মোবাইল ব্যবহারকারীরা।
স্যামসুং ফোনও কিছু দিনের মধ্যেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের এই নতুন ভার্সন। কিন্তু সব মোবাইল ব্যবহারকারী তা পাবেন না।
স্যামসুংয়ের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীই পাবেন এই পরিষেবা। সকলে তা পাবেন না। স্যামসুং গ্যালাক্সির যে সমস্ত ফোনে অ্যান্ড্রয়েড ১২ বা তার থেকে উচ্চতর ভার্সন ছিল। সেই সব ফোনেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫।
তবে গ্যালাক্সি সিরিজের বেশ কিছু মোবাইল সেট, যেগুলি অ্যান্ড্রয়েড ১১ সমেত বাজারে এসেছিল। সে রকম কিছু স্যামসুং ফোনের নির্দিষ্ট মডেলেও অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সন মিলবে।
গ্যালাক্সি এস সিরিজের বেশ কয়েকটি মোবাইলে মিলবে অ্যান্ড্রয়েড ১৫। যেমন গ্যালাক্সি এস২৪ আল্ট্রা, গ্যালাক্সি এস২৪ প্লাস, গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২১ মডেলে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট হবে।
গ্যালাক্সি এ সিরিজের ফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন। গ্যালাক্সি এ৭৩, এ৭২, এ৫৪, এ৫৩, এ৩৪, এ৩৩, এ২৫, এ২৪, এ২৩, এ১৫ ৫জি, এ১৪ ৫জি-তে মিলবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন।
গ্যালাক্সি ট্যাব সিরিজের বেশ কয়েকটি মডেলে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট হবে। এ ছাড়া গ্যালাক্সি এফ সিরিজ এবং এম সিরিজের বেশ কয়েকটি মডেলে মিলবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন।