কম্পিউটারে আর থাকবে না Wordpad

04 September 2023

উইন্ডোজ সিস্টেম ব্যবহার করেন? তাহলে আপনি আপনার কম্পিউটারের WordPad অ্যাপ্লিকেশনটার সঙ্গে হয়তো পরিচিত।

গত 30 বছর ধরে এটি উইন্ডোজ ওএসের প্রতিটি ভার্সনে এটিকে রাখা হয়েছে। কিন্তু এবার এই অ্যাপটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে সরিয়ে ফেলতে চলেছে সংস্থাটি।

যারা জানেন না এই অ্যাপটি কীভাবে কাজ করে, তা জেনে নিন। আসলে এটি একটি ফ্রি বেসিক ওয়ার্ড প্রসেসর অ্যাপ।

ওয়ার্ডপ্যাডের অ্যাডভান্সড ভার্সন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট প্রথম 1995 সালে WordPad প্রকাশ করে।

কোম্পানিটি একটি অফিসিয়াল নোটে জানিয়েছে যে, WordPad আর আপডেট করা হচ্ছে না এবং ভবিষ্যতে উইন্ডোজের রিলিজে সরিয়ে দেওয়া হবে।

এই অ্যাপের পরিবর্তে, কোম্পানিটি ব্যবহারকারীদের .doc এবং .rtf-এর মতো Windows Notepad নিয়ে আসতে চলেছে। এতে আপনি সব লিখে সেভ রাখতে পারবেন।

এছাড়াও কয়েক আগে মাইক্রোসফ্ট তার ফ্রি-টায়ার নোটপ্যাডে অনেকগুলি নতুন ফিচার যুক্ত করেছে।

এই নতুন ফিচারে ট্যাব অটো-সেভ এবং অটো-রিস্টোর রয়েছে। এ ছাড়াও, আপনি একই সময়ে অনেকগুলি ট্যাব খুলতে পারেন।

ওয়ার্ডপ্যাডের তুলনায়, নোটপ্যাডে কম ফিচার রয়েছে। বড় ফাইলে কাজ করতে হলে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্য নিতে হয়।