প্রায় প্রতিদিনই নিত্য নতুন ফোনের অ্যাপ ডাউনলোড করে নেন বিভিন্ন কাজে। যদিও মোবাইল অ্যাপ ছাড়া স্মার্টফোনে কাজ করা সহজ নয়।
স্মার্টফোন মানেই তাতে নিজের পছন্দ মতো একাধিক অ্যাপ ডাউনলোড করে রাখা। ফটো এডিটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব কিছুর জন্যই আলাদা আলাদা অ্যাপ।
তবে আপনি কি জানেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি কোন অ্যাপগুলি ডাউনলোড করা হয়? অর্থাৎ সবথেকে বেশি জনপ্রিয় অ্যাপ কোনগুলি?
গত চার বছর ধরে, TikTok সারা বিশ্বে একটি জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে। ভারতে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এর ব্যবহারকারীর সংখ্যা কোটিতে।
Tiktok-এর মতো Capcut অ্যাপটিও বেশ জনপ্রিয়। এই অ্যাপটিতে ছোট ভিডিয়ো তৈরি করা যায়। এমনকি সেগুলি এডিটও করা যায়।
এর পর টেলিগ্রামও সারা বিশ্বে জনপ্রিয়। সম্প্রতি সংস্থাটি বিশ্বব্যাপী স্টোরি ফিচার চালু করেছে। ব্যবহারকারীরা 48 ঘন্টার জন্য টেলিগ্রামে স্টোরি সেট করতে পারবেন।
Snapchat এবং Spotify জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে রয়েছে। Spotify অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের অডিও শুনতে পারবেন।
আপনি বেশিরভাগ মানুষের ফোনে Jio Cinema, WhatsApp Business, Shein, Twitter, YouTube, Netflix, Amazon Prime ইত্যাদির মতো অ্যাপও পাবেন।