20 July, 2025
ইয়ারবাডে শুনতে পারছেন না? গমগমে শব্দ আসবে এই ট্রিকে
Credit - Pixabay
TV9 Bangla
আজকাল কমবেশি সকলেই ইয়ারবাড ব্যবহার করেন। তবে অনেকে ইয়ারবাড নিয়ে সমস্যায় পড়েন, এর সাউন্ড বা শব্দ কমে যায়।
যদি আপনার ইয়ারবাডেও শব্দ কমে যায় বা সাউন্ড ঠিক মতো শোনা না যায়, কিংবা অদ্ভুত শব্দ শোনা যায়, তাহলে এই কাজ করতে পারেন।
প্রথমেই আপনি স্মার্টফোনের সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করুন। এখানে সাউন্ড এনহ্যান্সমেন্ট অপশনে ক্লিক করে অডিয়ো সেট করুন।
অনেক সময় ইয়ারবাডে ময়লা জমার জন্যও শব্দ ক্ষীণ হয়ে যায়। ভালভাবে পরিষ্কার করলে ইয়ারবাডের শব্দ স্পষ্ট শোনা যেতে পারে।
অনেক সময় কানের মাপের সঙ্গে ইয়ারবাড খাপ খায় না। ভালভাবে শোনার জন্য ইয়ারকাপ ব্যবহার করতে পারেন। এতে শুনতে সুবিধা হবে।
ইয়ারবাডের সাপোর্টিং অ্যাপে EQ সেটিংস অ্যাডজাস্ট করলেও, ভালভাবে শব্দ শোনা যায়।
অনেক সময় আবার কানেক্টিভিটির সমস্যাও হয়। ইয়ারবাড যদি বারবার ডিসকানেক্ট হয়ে যায়, তবে একবার নতুন করে ফোনের সঙ্গে পেয়ার বা সংযুক্ত করতে পারেন।
এই পদ্ধতিগুলি অনুসরণ করেও যদি ইয়ারবাডে শোনা না যায়, তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন