WhatsApp এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেন, যে কারণে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় নানাবিধ ফিচার যোগ হতেই থাকে।
এবার হোয়াটসঅ্যাপ এমনই একটি ফিচার যোগ করছে, যা এতদিন পর্যন্ত অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলি অফার করত। কী সেই ফিচার?
প্রথমেই জেনে রাখা ভাল যে, সেই ফিচারটি প্রাথমিক ভাবে ওয়েবের জন্যই নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা অন্যদের খুঁজে পাবেন, তাঁদের নাম ছাড়াই।
হ্যাঁ, কাউকে খোঁজার জন্য ফোন নম্বরের দরকার হবে না। পরিবর্তে ইউজ়ারনেম দিয়েই যে কোনও ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে। এই ফিচারটি মোবাইল ব্যবহারকারীদের জন্যও চালু করা হবে।
প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপে কিছু ব্যবহারকারীর টেস্টিংয়ের জন্য ফিচারটিকে রাখা হয়েছিল। ইউজ়ারনেম, নাম ইত্যাদি দিয়ে যে কোনও কন্ট্যাক্টকে খুঁজে পাওয়া সম্ভব এই ফিচারে।
ইউজ়ারনেম ভিত্তিক এই সার্চ ফিচারটি হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মজবুত করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এটি গ্রাহকের সুরক্ষাও বজায় রাখবে।
ফিচারটি ইতিমধ্যেই টেলিগ্রামে রয়েছে। সেখানে ইউজ়ারনেম ছাড়াই অন্য যে কোনও কন্ট্যাক্টকে খুঁজে পান ইউজাররা। প্রাইভেসি মজবুত করার এই ফিচারে টেলিগ্রামেও ইউজ়ারনেমই দরকার হয়।
2023 সালে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এখন চলতি বছরে প্ল্যাটফর্মটি আর কী ফিচার আনে সেটাই দেখার।