অনলাইনে যে 9 ভুলে টাকা গায়েব হয়!

07 September 2023

থার্ড-পার্টি ওয়েবসাইটে গিয়ে কখনও অনলাইন ব্যাঙ্কিং করবেন না। সবসময় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকেই লেনদেন করা শ্রেয়। 

ওয়েবসাইটের ডোমেইন নাম যাচাই করুন সর্বদা। সাইটের বানানটা খুঁটিয়ে দেখবেন। কারণ, ব্যাঙ্কের নামে ভুয়ো ওয়েবসাইট চেনার এইগুলোই সবথেকে বড় উপায়। 

কখনও কোনও উড়ো ফোন বা ইমেল বা টেক্সট মেসেজে আসা বার্তায় আপনার ব্যাঙ্কিং পাসওয়ার্ড দিতে যাবেন না। কেউ আপনার পাসওয়ার্ড চাইতে যাবে না, ব্যাঙ্ক, এমনকি পুলিশও না। 

সাইবার ক্যাফে বা লাইব্রেরিগুলিতে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন না। এই সার্ভারগুলি সবসময় ব্যস্ত থাকে এবং তা থেকে আপনার ব্যাঙ্কিং পাসওয়ার্ড ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখুন। নিয়মিত কম্পিউটারের সফটওয়্যার আপডেট সম্ভব না হলে অ্যান্টিভাইরাস রাখাটা নিশ্চিত করুন। 

অন্যান্য কম্পিউটারে যতটা সম্ভব ফাইল শেয়ার করা বন্ধ করুন। আপনার কম্পিউটারের রিমোট অ্যাক্সেস নেওয়া বা স্ক্রিন শেয়ার করা যতটা সম্ভব এড়িয়ে চলুন।

কাজের শেষে সবসময় কম্পিউটার লগঅফ করুন। নিজের সব জরুরি অ্যাকাউন্ট থেকে লগআউট করার পরেই কম্পিউটার বন্ধ করুন।

আপনার ওয়েব ব্রাউজ়ারে ব্যাঙ্কের লগইন তথ্যগুলি কখনও সেভ করে রাখবেন না। তাতে আর্থিক ভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 

আপনার ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত সব তথ্য, ইতিহাস নখদর্পণে রাখুন। প্রতিদিন বিষয়টা খেয়াল রাখলেই আর্থিক প্রতারণা এড়িয়ে চলতে পারবেন।