চলতি বছরের শুরুতেই ভারতে লঞ্চ করে Redmi Note 12 সিরিজ়ের ফোনগুলি। ভ্যানিলা ফোন অর্থাৎ Redmi Note 12 লঞ্চ করে মার্চে। সস্তার সেই ফোনের দামই এবার এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল Xiaomi।
Redmi Note 12 ফোনের প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দামই অনেকটা কমে গিয়েছে। Xiaomi-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে Flipkart এবং Amazon-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির দাম কমানো হয়েছে।
Redmi Note 12 ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। তার একটি 6G RAM + 64GB স্টোরেজ এবং অপরটি 6GB RAM + 128GB স্টোরেজ। একসঙ্গে এই দুটি মডেলই সস্তা হয়েছে।
এই ফোন যখন লঞ্চ করা হয়েছিল, তখন 6G RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ছিল 14,999 টাকা। অন্য দিকে ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 16,999 টাকা।
ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টই যথাক্রমে 2,000 টাকা করে সস্তা হয়েছে। ফলে, বেস মডেলের দাম হয়ে যাচ্ছে 12,999 টাকা এবং তার হাই-এন্ড মডেলের দাম হয়ে যাচ্ছে 14,999।
অফারের এখানেই শেষ নয়। এই ফোনের সঙ্গে আবার 599 টাকার ইয়ারবাড মাত্র 59 টাকায় অফার করছে সংস্থাটি। সেই সঙ্গে আবার থাকছে নো-কস্ট ইএমআই অপশন এবং Mi Exchange-এ 1,000 টাকার ছাড়।
গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে Redmi Note 12 ফোনে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস অফার করছে। পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর।
ফটোগ্রাফির জন্য রয়েছে 50MP মূল ক্যামেরা। 8MP সেকেন্ডারি ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ইউনিটও রয়েছে। সেলফির জন্য রয়েছে একটি 13MP সেন্সর ও অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।