Reliance Jio এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা। মুম্বইয়ের এই কোম্পানির ঝুলিতে রয়েছে একগুচ্ছ প্রিপেড রিচার্জ প্ল্যান।
এত বিপুল সংখ্যক রিচার্জ প্ল্যান থাকার ফলে Jio প্রায়শই তার বিভিন্ন প্যাক থেকে একাধিক অফার নিয়ে কাটাছেঁড়া করতে থাকে। জনপ্রিয় একটি প্ল্যানের সঙ্গে সম্প্রতি তেমনটাই হয়েছে।
চুপিসাড়ে একটি দামি এবং অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যান থেকে আকর্ষণীয় এক অফার সরিয়ে নেওয়া হয়েছে। সেই প্ল্যানের জন্য গ্রাহকদের 999 টাকা খরচ করতে হয়।
Reliance Jio তার 999 টাকার প্ল্যানে যে অতিরিক্ত বোনাস ডেটা অফার করত, সেটাই এখন সরিয়ে নেওয়া হয়েছে। এই প্ল্যানে কী-কী অফার রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক।
এই Jio প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 3GB করে অতিরিক্ত ডেটা পেয়ে যান। প্ল্যানটি 84 দিন বৈধ। সব মিলিয়ে এই প্ল্যানে 252GB ডেটা পেয়ে যান গ্রাহকরা।
অন্যান্য অফারের মধ্যে রয়েছে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুবিধা।
কিন্তু প্ল্যানটির খরচ একটু বেশি হওয়ার ফলে অনেকেই এড়িয়ে যেতেন Reliance Jio-র এই 999 টাকার রিচার্জ প্ল্যানটি। সেই কারণেই এতে আরও অতিরিক্ত 40GB বোনাস ডেটা অফার করত সংস্থাটি।
চলতি বছরে যখন IPL শুরু হয়েছিল, তখনই এই প্ল্যানের সঙ্গে বোনাস ডেটার অফার দিতে শুরু করেছিল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি।
সেই অফারই এবার তুলে নেওয়া হল। তা-ও আপনি যদি Jio-র কাছ থেকে 40GB ডেটা পেতে চান, তাহলে রিচার্জ করতে পারেন 241 টাকার প্ল্যানটি। সেই প্ল্যানেও আপনি এই 40GB ডেটা পাবেন।